ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

মাইকেল ওয়েনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৩১, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩১, ১৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মাইকেল ওয়েন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক স্ট্রাইকার। ১৯৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এ তারকা স্ট্রাইকার। পুরো নাম মাইকেল ওয়েন। ইংল্যান্ডের চেস্টারে ১৯৭৯ সালের ১৪ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন এ ইংলিশ তারকা স্টাইকার। ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ওয়েন খেলেছেন, লিভারপুল, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মত ইউরোপ সেরা ক্লাবগুলোতে। খুব ছোট বেলঅয় বাবার হাতেই ফুটবলে হাতে খড়ি হয় ওয়েনের। ১৯৯১ সালে লিভারপুল যুব একাডেমিতে যোগ দেন ওয়েন। এরপর ১৯৯৬ সালে লিভারপুলের মূল দলে যায়গা করে নেন তিনি। লিভারপুলে ২০০৪ সাল পর্যন্ত ২১৬ টি ম্যাচ খেলে ১১৮ টি গোল করেন মাইকেল ওয়েন। ২০০৪ সালে ৮ মিলিয়ন পাউন্ডে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এক মৌসুম পরই রিয়াল ছেড়ে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরেন। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন এ তারকা। ২০১২ সালে ম্যানচেস্টার ছেড়ে যোগ দেন স্টোক সিটিতে এবং ২০১৩ সালের মার্চে সবধরনের ফুটবল থেকে অবসর গ্রহন করেন এই স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৪ পর্যন্ত ৮৯ টি ম্যাচে খেলেন এ তারকা স্ট্রাইকার। দেশের হয়ে ৪০টি গোল করেছেন ওয়েন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি