স্বচ্ছ রাজউক দেখতে চায় দুদক
প্রকাশিত : ১৯:২৪, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪২, ১৪ ডিসেম্বর ২০১৬
আগামী বছরের শুরু থেকে স্বচ্ছ রাজউক দেখতে চায় দুর্নীতি দমন কমিশন- দুদক। বুধবার দুপুরে দুর্নীতি রোধে আয়োজিত গণশুনানী শেষে এই মন্তব্য করেন দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন। রাজউকের চেয়ারম্যানও পরিবর্তনের প্রতিশ্র“তি দিয়েছেন। শুনানীতে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন ভুক্তভোগিরা।
সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরির জন্য কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এই গণশুনানীর আয়োজন করে দুর্নীতি দমন কমিশন- দুদক। এতে রাজউকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন সেবাবঞ্চিতরা।
শুনানীর সময় দুদক ও রাজউকের কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দেন।
পরে বক্তব্যে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজউককে জনগণের আস্থা অর্জনের পরামর্শ দেন। আর পরিবর্তনের আশ্বাস দেন রাজউকের চেয়ারম্যানও।
এ’ ধরনের শুনানী নিয়মিত করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা।
আরও পড়ুন