চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১০ রিক্সা ভ্যান দিয়েছে ইকুইটি
প্রকাশিত : ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৬
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণের জন্য ১০টি রিকশা ভ্যান দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইকুইটি।
মঙ্গলবার দুপুরে নগরভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে ময়লা পরিষ্কারের জন্য ১০টি ভ্যানগাড়ী হস্তান্তর করের ইকুইটি’র কর্মকর্তারা। এ’সময় সিটি মেয়র বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে নাগরিক সেবা দেয়া হচ্ছে। অন্যসব প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে সেবার মান বাড়বে বলেও জানান চট্টগ্রাম সিটি মেয়র।
আরও পড়ুন