ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বিসিএস ডিজিটাল এক্সপো শুরু হচ্ছে আগামী রোববার

প্রকাশিত : ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রোববার থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বিসিএস ডিজিটাল এক্সপো। পাঁচ দিনব্যাপী তথ্যপ্রযুক্তির এই প্রদর্শনী উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বুধবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখা আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ’সব তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে দেশী-বিদেশী জনপ্রিয় ও বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি