চট্টগ্রামে ৬ লাইটার জাহাজ ডুবি
প্রকাশিত : ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৮, ১৪ ডিসেম্বর ২০১৬
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও সন্দ্বীপ চ্যানেলে ৬টি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার <ংঃৎড়হম>সকালে এ’সব জাহাজডুবির ঘটনা ঘটে।
বন্দর সংশ্লিষ্টরা জানায়, বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে কর্ণফুলীর মোহনায় ১ ও ৩ নম্বর বয়ার মাঝখানে সিমেন্ট ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ ডুবে যায়। এরপর মঙ্গলবার সকাল ৭টার দিকে একই জায়গায় ভুট্টাবাহী একটি লাইটার জাহাজের সাথে অপর একটি লাইটার জাহাজের ধাক্কায় আরেকটি জাহাজ ডুবে যায়। এদিকে, আরেকটি পণ্যবাহী লাইটার জাহাজ কুয়াশার কারণে ডুবোচরে ধাক্কা লেগে তলা ফুটো হয়ে গেলে সেটিও ডুবে যায়। এছাড়া, সন্দ্বীপ চ্যানেল এবং সন্দ্বীপ ও হাতিয়ার মাঝামাঝি স্থানে আরো তিনটি লাইটার জাহাজ ডুবে গেছে।
আরও পড়ুন