চট্টগ্রামসহ পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পলন
প্রকাশিত : ১৮:১৬, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৬, ১৪ ডিসেম্বর ২০১৬
নানা আয়োজনে চট্টগ্রামসহ পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে চট্টগ্রামে পাহাড়তলীর বধ্যভূমি স্মৃতিসৌধ এবং চট্টগ্রাম শহীদ মিনারে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান চট্টগ্রামের সাংবাদিক নেতারা। এদিকে, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। খাগড়াছড়িতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোকর্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।
আরও পড়ুন