কমিশন চাইলে যেকোন বাহিনী মোতায়েন করতে পারে বলেছেন আইভি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির প্রার্থী
প্রকাশিত : ১৯:৪০, ১৪ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৪০, ১৪ ডিসেম্বর ২০১৬
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কমিশন চাইলে যেকোন বাহিনী মোতায়েন করতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। আর প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা এ’সব কথা বলেন।
নির্বাচনে প্রার্থী ও নাগরিকদের প্রত্যাশা এবং শংকা নিয়ে গোলটেবিল বৈঠকে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে মুখোমুখি হন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি বলেন, সরকারি দলের প্রার্থী হলেও তিনি কোন সুবিধা নেননি। নির্বাচন সুষ্ঠু করতে কমিশন যে কোন বাহিনী মোতায়েন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান কর বৃদ্ধিসহ সরকারি দলের প্রভাব বিস্তারের অভিযোগ করেন। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আবারো দাবি জানান সেনাবাহিনী মোতায়েনের।
কাউন্সিলর প্রার্থীদেরও চাওয়া সুষ্ঠু নির্বাচন।
সুশীল সমাজের প্রতিনিধিরা নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
পরে বিএনপির প্রার্থীর জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন