নির্ভীক চিত্রকরদের স্থির আর ভিডিওচিত্রে বিভীষিকময় একাত্তরের সেই দিনগুলো আজও জীবন্ত
প্রকাশিত : ০৯:১৫, ১৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:১৫, ১৫ ডিসেম্বর ২০১৬
মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের যাপিত জীবন কেমন ছিল, কিভাবে কেটেছিল তাদের একাত্তরের দিনগুলো! নির্ভীক চিত্রকরদের স্থির আর ভিডিওচিত্রে বিভীষিকময় সেই দিনগুলো আজো দেশবাসীর কাছে জীবন্ত। যা সব সময় এদেশের মানুষকে প্রেরণা যোগায় স্বাধীনতার ইতিহাস জানতে।
মুক্তিযোদ্ধারা রনাঙ্গনে যুদ্ধ করছেন, কখন ফিরবেন তার কোন সঠিক সময় নেই। তারপরও তাদের জন্য চলছে রান্না। প্রস্তুতি নিলেও হয়তো সব সময় একসাথে এমন করে খাওয়াও হয় নি সবার। একাত্তরে মুক্তিযুদ্ধ ক্যাম্পের এমনই ছবি এগুলো।
এ ছবিগুলো শুধু ছবি নয়, এক একটি ইতিহাস। একটি ছবির সাথে একটি ছবি যেন মালা গাঁথা। যা যুদ্ধ পরবর্তী সময়ে দেশের মানুষকে জানিয়েছে বিভিষিকা এবং উদ্বেলিত সত্য। কারা কিভাবে তুলেছেন এসব ছবি, জাতিকে জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের সেই অতুলনীয় আত্মত্যাগের গৌরবগাথা?
মৃত্যুভয়কে তুচ্ছ করে একাত্তরের চিত্রকরদের সেই ছবি শুধু বাঙ্গালী নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্ব বিবেক।
এখন অসুস্থ শরীরে সেই স্মৃতি হাতরে দিন কাটছে এই কান্ডারীদের। তাদের চাওয়া বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে এবং মিলবে রাষ্ট্রের স্বীকৃতি।
আরও পড়ুন