দিনাজপুর ও গাজীপুর মুক্ত দিবস আজ
প্রকাশিত : ১৪:৫৪, ১৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ১৫ ডিসেম্বর ২০১৬
আজ ১৫ ডিসেম্বর, দিনাজপুর ও গাজীপুর মুক্ত দিবস।
১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ৭নং সেক্টরের অধীনে পরিচালিত মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা অভিযান চালিয়ে দিনাজপুর শহরকে মুক্ত করেছিল হানাদার বাহিনীর কবল থেকে। মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শহীদদের স্মরণে কোরআন খানী ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এদিকে একাত্তরের ১৩ ও ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা গাজীপুর সেনানিবাসে সম্মিলিতভাবে আক্রমন চালিয়ে মুক্ত করে গাজীপুরকে। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার কাছে এটাই ছিল পাক বাহিনীর সবচেয়ে বড় বিপর্যয়।
আরও পড়ুন