
সিরিয়ার আলেপ্পোয় আবারও নতুন করে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি।
স্থানীয় সময় বুধবার মধ্যরাতে বোমা হামলা বন্ধ হওয়ার পর নতুন এ চুক্তি কার্যকর হয়। বৃহস্পতিবার ভোর থেকে শহর ছাড়ার সুযোগ পাচ্ছেন বিদ্রোহীসহ বেসামরিক নাগরিকরা। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, আলেপ্পোতে দেড় হাজারেরও বেশি বিদ্রোহী ও ৫০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে। এরআগে বুধবার রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর আলেপ্পোর বেশ কিছু এলাকায় ব্যাপক সংঘর্ষ ও বোমা হামলা শুরু হয়। এ কারণে ঘর ছাড়তে পারেনি কেউ। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এ হামলাকে যুদ্ধপরাধ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।