ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী বেশ কয়েকটি প্রযুক্তি বিষয়ক কোম্পানির প্রধানদের সঙ্গে বন্ধুত্বের সুরেই কথা বলেছেন ট্রাম্প

প্রকাশিত : ০৯:৩২, ১৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩২, ১৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

trumpনির্বাচনী প্রচারণার সময় বিরোধীতা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী বেশ কয়েকটি প্রযুক্তি বিষয়ক কোম্পানির প্রধানদের সঙ্গে বন্ধুত্বের সুরেই কথা বলেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে বৈঠক যোগ দেন অ্যামাজনের জেফ বেজস, অ্যাপেলের টিম কুক, টেসলা মটর কোম্পানির ইলন মাস্ক ও ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। উপস্থিত ছিলেন ট্রাম্পের তিন ছেলে-মেয়েও। অর্থনৈতিক প্রবৃদ্ধি, ট্যাক্স, কর্মসংস্থানসহ বৈদেশিক বাণিজ্যের বিষয় প্রাধান্য পায় এ বৈঠকে। ট্রাম্প বন্ধুত্বের সুরে কথা বললেও সিলিকন ভ্যালির সবচেয়ে বড় বাজার চীনের সঙ্গে দীর্ঘ মেয়াদী বাণিজ্যের ক্ষেত্রে সর্তকবার্তাই দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারণার সময় টেসলা মটর কোম্পানি ছাড়া সিলিকন ভ্যালির অধিকাংশ প্রতিষ্ঠান ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দেন। নির্বাচনী তহবিল গঠনেও বড় ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি