জঙ্গিবাদ দমনে সামাজিক আন্দোলন সক্রিয় রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের আরো সচেতন হবার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ১৪:৫৮, ১৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ১৫ ডিসেম্বর ২০১৬
জঙ্গিবাদ দমনে সামাজিক আন্দোলন সক্রিয় রাখতে প্রশাসনিক কর্মকর্তাদের আরো সচেতন হবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শাহবাগে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীণ কর্মকর্তাদের এ’ নির্দেশনা দেন তিনি। গতানুগতিক ধ্যান ধারনা থেকে বেরিয়ে আধুনিক জনসেবা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগী হবারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির ৯৮ ও ৯৯ তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মোট ৮৭ জন নবীণ কর্মকর্তা কোর্স সম্পন্ন করেন।
প্রধানমন্ত্রী নবীণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এখন বিশ্বের বড় সমস্যা জঙ্গিবাদ। বাংলাদেশে যাতে জঙ্গিবাদের উত্থান না হয়, সেজন্য সচেতন থেকে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সহায়তা করার নির্দেশ দেন তিনি।
মানুষের সেবায় নিয়োজিত হতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নে মেধার সর্বোত্তম ব্যবহারে নবীণ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন