নানা আয়োজনে বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযপন
প্রকাশিত : ১২:১১, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:১১, ১৬ ডিসেম্বর ২০১৬
নানা আয়োজনে বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযপন করছে রাজধানীবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আতশবাজির মাধ্যমে বরণ করা হয় মহান বিজয়ের প্রথম প্রহর। সব যুদ্ধাপরাধীর বিচার শেষ হওয়া পর্যন্ত রাজপথে সোচ্চার থাকার শপথ নেয় সবাই। এদিকে, দিবসকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকিত করা হয় বর্ণীল সাজে।
প্যাকেজ: দীর্ঘকালের শৃংখল আর বঞ্চনা থেকে মুক্তির দিন মহান বিজয় দিবস। যার বিনিময়ে দিতে হয়েছে একনদী রক্ত। আর উচ্ছ্বাসটা তাইতো বাঁধভাঙ্গা।
একেকটি আতশবাজি আকাশে উঠে যেন জানান দিচ্ছে, মুক্তির চেতনা আজো কোটি বাঙ্গালীর প্রাণে।
এর আগে স্বাধীকার আন্দোলনের আদর্শ বাস্তবায়নে শপথ নেয় সব শ্রেনী পেশার মানুষ। শপথ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাতের ঢাকা এখন বর্ণীল সাজ সজ্জায় আলোকিত। লাল নীল আলোতে সাজানো রাজধানীর বহুতল ভবনগুলো।
সবার প্রত্যাশা, শুধু আনুষ্ঠানিতা নয় মহান বিজয়ের চেতনা বুকে ধারণ করে দেশ এগিয়ে নেয়ার কাজ চলবে প্রতিটি দিন প্রতি মুহুর্তে।
আরও পড়ুন