ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আসে বাংলার স্বাধীনতা

প্রকাশিত : ১৪:১৭, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১৭, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইতিহাসের বাঁকে বাঁকে রক্ত, সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আসে বাংলার স্বাধীনতা। বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম যেমন হয় মুক্তিপাগল জনতার হাত ধরে, তেমনি এই সংগ্রামী জনতাই তৈরি করে প্রিয় স্বদেশের মানচিত্রখানি। দখলদার পাকিস্তানিদের রাইফেল-বুলেটে বিদ্ধ গণতন্ত্র আর স্বাধীকারের আন্দোলন মোড় নেয় মুক্তির সশস্ত্র লড়াইয়ে। পাকিস্তানিরা যতই দাবিয়ে রাখতে চেয়েছে, ততই বিস্ফোরিত হয় আপামোর ছাত্র-জনতা। ৫২’এর ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ তে শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, অবশেষে ৭০ এর নির্বাচনের মধ্যদিয়ে তৈরী হয় নেতৃত্ব। স্বাধীন একটি ভূখন্ড ও পতাকার স্বপ্ন দেখে মুক্তিকামী জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলেই প্রথম তৈরি হয় লাল সবুজের পতাকা। ঠিক সেনাবাহিনীর আদলে গড়ে ওঠা জয়বাংলা বাহিনী, বঙ্গবন্ধুর হাত থেকে গ্রহণ করে স্বাধীন দেশের পতাকা। আন্দোলনের বাঁকে জন্ম নেয়া স্বাধীন বাংলার পতাকায় কিছুটা পরিবর্তন এনে তৈরী হয় বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধুর আপোষহীন নেতৃত্ব ও সাড়ে সাত কোটি কারিগরের তৈরী স্বদেশ থাকবে স্বকীয় বৈশিষ্টে সমুজ্জল, লাল সবুজের পতাকা চির জাগরুক থাকবে প্রজন্মান্তরে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি