ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

পাবনার একই পরিবারের ৫ জন জীবন দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, স্বীকৃতির দাবী স্বজনদের

প্রকাশিত : ১২:০১, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:০১, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন দিয়েছিলেন পাবনার একই পরিবারের ৫ জন। কিন্তু স্বাধীনতার ৪৫ বছরেও এই শহীদদের পরিবার পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি। সৌভাগ্যক্রমে বেঁচে থাকা পরিবারের ছোট ছেলে আজো সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়ান। মুক্তিসংগ্রামে শহীদ পরিবারের স্বীকৃতির দাবী স্বজনদের। লাখো শহীদদের রক্তের বিনিময়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য। অনেক শহীদ মুক্তিযোদ্ধা ও পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেও অজানা থেকে গেছে কারো কারো আত্মত্যাগ। তেমনি এক শহীদ পরিবার পাবনার সাধুপাড়ার মোতাহার হোসেনের পরিবার। ২ ভাই শহীদ হন সম্মুখ যুদ্ধে। সেখবর জানাতে এসে আরো ৩ ভাই ও এক বোন স্বামী ধরে নিয়ে যায় পাকিস্তানী হানাদাররা। এর মধ্যে ছোট ভাইটি প্রাণে বেঁচে যান সৌভাগ্যক্রমে। ভয়াল সেই স্মৃতিতে আজো শিউরে ওঠেন তিনি। শহীদদের বাবা মোতাহার হোসেন ১৯৯২ সালে আর মা রোকেয়া খাতুন মারা যান তার ২০ বছর পর। মৃত্যুর আগে তাদের একান্ত চাওয়াটি ছিল শহীদ পরিবারের হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি। কিন্তু সেটি আজো অপূর্ণ । তবে স্থানীয় প্রশাসন বলছে, খোঁজ-খবর নিয়ে উদ্যোগ নেয়া হবে। সরকারি ভাতা কিংবা সাহায্য নয়, শুধু শহীদ পরিবারের স্বীকৃতিটুকু চান স্বজনরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি