ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

চট্টগ্রাম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় একাত্তরের বীর শহীদদের প্রতি

প্রকাশিত : ১২:১০, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২১, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় একাত্তরের বীর শহীদদের প্রতি। রাতেই জনতার ঢল নামে শহীদ মিনার এলাকায়। শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে গোটা এলাকা। বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি- বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়েছে। রাত ১২টা ০১মিনিটে ৩১ বার তোপধ্বনি আর সশস্ত্র সালামের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। এরপর প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় বীর শহীদদের প্রতি। কনকনে শীত উপেক্ষা করে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ঢল নামে হাজারো জনতার। মুক্তিযুদ্ধের চেতনায় প্রিয় স্বদেশ গড়ে তোলার আহবান জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার এলাকা। দাবি উঠে যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়ে তোলার। এদিকে, ৭১’র বীর শহীদদের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়তলীর বধ্যভূমিতে প্রদীপ প্রজ্জ্বলন করে ছাত্র ইউনিয়ন, খেলাঘরসহ বিভিন্ন সংগঠন। নগরীতে বের করা হয় পাতাকা মিছিল। বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন ভবনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি