সারাদেশে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত : ১৮:০৭, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:০৭, ১৬ ডিসেম্বর ২০১৬
সারাদেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। ৪৫ তম বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া, বিভিন্নস্থানে আয়োজন করা হয় বিজয় র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
৩১বার তোপধ্বনীর মাধ্যমে বরিশাল পুলিশ লাইনসে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এছাড়া, বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ প্রদর্শন ও বিজয় র্যালির আয়োজন করা হয়।
দিনাজপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠন।
৪৫তম বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচেছ। সকালে গল্লামারি বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় নগর আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠান।
বিজয় দিবসের সূচনালগ্নে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ে অপরাজেয় ’৭১ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা হয়।
ফেনী ও নোয়াখালীতে রাত ১২টা এক মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে পঞ্চগড়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতার সূচনা হয়। কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
কুমিল্লার টাউন হল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন, প্রেসক্লাব, ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন সংগঠন।
এছাড়া, ময়মনসিংহ, ভালুকা, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
আরও পড়ুন