খাগড়াছড়িতে বেলুনে গ্যাস ভরানোর সময় আহত ২ পুলিশ সদস্যসহ ৫
প্রকাশিত : ১৭:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৬
খাগড়াছড়িতে বেলুনে গ্যাস ভরানোর সময় ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় দিবসের অনুষ্ঠান শুরুর আগে খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত গ্যাস সিলেন্ডার-এর মালিক তুলসি রানী ঘোষ ও অনুষ্ঠান দেখতে আসা শিশু পল্লব চৌধুরীকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পুলিশ সদস্য মো: শাহীন ও মো: ইসমাইল এবং মাটিরাঙ্গা ভূমি অফিসের কর্মচারী বিরেন্দ্র ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন