সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার প্রকৃত রহস্য বেরিয়ে আসবেঃ পুলিশের মহাপরিদর্শক
প্রকাশিত : ১৪:১৭, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২৭, ১৬ ডিসেম্বর ২০১৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল আদিবাসী পল্লীতে আগুন দেয়ার ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। প্রতিবেদনে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
রাজারবাগে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ’সব কথা বলেন। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্স শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। দেশে জঙ্গিবাদসহ সব পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন পুলিশের মহাপরিদর্শক।
আরও পড়ুন