ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠলো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ
প্রকাশিত : ০৮:২৫, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৭, ১৬ ডিসেম্বর ২০১৬
ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠলো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে রিয়াল। প্রথমার্ধের শেষ মুর্হুতে করিম বেনজেমা গোল করলে ১-০ লিড নেয় জিদানের শিষ্যরা। পিছিয়ে পরে বেশ কিছু আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ক্লাব আমেরিকা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে রিয়াল। নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে দলের হয়ে আরো একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। শিরোপার লড়াইয়ে ফাইনালে তাদের প্রতিপক্ষ জাপানের দল কাশিমা।
আরও পড়ুন