মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভীড়, ঘুরে বেড়াতে পেরে বেশ আনন্দিত শিশুরা
প্রকাশিত : ১৮:১২, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১২, ১৬ ডিসেম্বর ২০১৬
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভীড়। বাবা-মা ছোট শিশুদের নিয়ে এসেছেন এসব বিনোদন কেন্দ্রে। আর আপন মনে ঘুরে বেড়াতে পেরে বেশ আনন্দিত শিশুরা।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সরকারী ছুটি। এ সুযোগে সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে এ রাইড থেকে সে রাইডে চড়ে বেড়াচেছ শিশুরা। বাদ যায়নি কু ঝিকঝিক ট্রেন থেকে জেট প্লেনও।
খোলা জায়গা পেয়ে আপন মনে দৌড়াচ্ছে শিশুরা। সদ্য হাঁটতে শেখা শিশু বাবার হাত থেকে সেলফি স্টিক নিয়ে খুঁজে বেড়াচ্ছে সেলফি।
মনের আনন্দে ঘুরে ও রাইডগুলোতে চড়তে পেরে খুশি শিশুরা।
বিজয়ের দিনে শিশুদের নিয়ে ঘুরে বেড়াতে পেরে আনন্দিত অভিভাবকরাও।
শিশু পার্ক ছাড়াও রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী।
আরও পড়ুন