ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ছিলো বাঙ্গালীর আশা আকাঙ্খার কেন্দ্র, রয়ে গেছে বাঙালীর তীর্থকেন্দ্র হিসেবেই
প্রকাশিত : ১৭:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছিলেন, তখন ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ছিলো বাঙ্গালীর আশা আকাঙ্খার কেন্দ্র। স্বাধীনতার ৪৫ বছর পরও বাড়িটি রয়ে গেছে বাঙালীর তীর্থকেন্দ্র হিসেবেই।
তাইতো, জাতীয় এবং বিশেষ দিনগুলোতে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে ছুটে আসে অসংখ্য মানুষ; ইতিহাসের অংশ হয়ে থাকা এই বাড়ির কাছে গিয়ে ঝালাই করে নিতে চায় বাঙালীর আত্মপরিচয়ের ইতিহাস। বিজয় দিবসে ভোর থেকেই অসংখ্য নারী-পুরষ, শিশু, কিশোর ছুটে আসে ধানমন্ডির এই বাড়িতে। জানায় তাদের অনুভূতির কথা।
আরও পড়ুন