রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা
প্রকাশিত : ১৪:১১, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১১, ১৬ ডিসেম্বর ২০১৬
মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও-এনপিআরকে ওবামা এ কথা জানান। রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে এ বিষয়ে তার অবস্থানের কথা জানানো হয়েছে বলেও জানান ওবামা। মার্কিন কর্মকর্তাদের দাবি, রাশিয়া ডেমোক্র্যাটিক পার্টি ও হিলারি ইমেইল হ্যাকিংয়ের সাথে জড়িত। বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র সাইবার অ্যাটাকের সাথে পুতিনের জড়িত থাকার কথা জানান। তবে অভিযোগ অস্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্পও একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন