সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর
প্রকাশিত : ১৭:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৬
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রামের রাউজানে শ্রীশ্রী অন্নদাঠাকুরের ১২৬তম জন্মদিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ফজলে করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা কমিটির সভাপতি দীলিপ কুমার মজুমদার। এর আগে রামকৃষ্ণ সংঘের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
আরও পড়ুন