ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

চট্টগ্রামের প্রত্যন্ত এলাকা জেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম

প্রকাশিত : ১৭:৫১, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫১, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের প্রত্যন্ত এলাকা। চলছে গণসংসযোগ। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫টি সদস্য পদের মধ্যে ৪জন এবং সংরক্ষিত ৫টি মহিলা সদস্য পদের মধ্যে ২জন নির্বাচিত হওয়ায় অন্যান্য সদস্য পদে নির্বাচন হবে। ২৮ ডিসেম্বরের নির্বাচনে মোট ২ হাজার ৭৮৮জন ভোটার চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি