ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২, আটক ৩

প্রকাশিত : ১৮:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

খাগড়াছড়িতে বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে ২ জন। আটক করা হয়েছে ৩ জনকে। পুলিশ জানায়, শুক্রবার সকালে শহরের কলেজ সড়ক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তা শাপলা চত্বর ও আদালত সড়কেও ছড়িয়ে পড়ে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় দুই পুলিশ সদস্য আহত হন। এঘটনায় জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এমএন আবসারসহ তিনজনকে আটক করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি