ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত : ১৮:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গীবাদ-মৌলবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার দৃপ্ত শপথে নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা কর্মসুচীর আয়োজন করে। এদিকে নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে বধ্যভুমি সংরক্ষনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। ৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে হাজারো জনতার। ভোর থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, ছাত্র-যুব-শ্রমিকসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কন্ঠে কন্ঠে উচ্চারিত হয় জঙ্গীবাদ-মৌলবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জয়গান। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালী। এতে অংশ নেয়  বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের হাজারো জনতা। এছাড়া বিএনপি’র উদ্যোগে দলের নাসিমন ভবনে দলীয় কার্যালয় থেকে বের করা হয় র‌্যালী। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সাথে পরিচয় করিয়ে দিতে চট্টগ্রামে বিভিন্ন বধ্যভুমি সংরক্ষনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ দিনভর নানা কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয় মহান বিজয় দিবস। এর আগে প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসুচী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি