আলোর মুখ দেখছে না ইউলুপ প্রকল্প
প্রকাশিত : ১২:৫৬, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫২, ১৭ ডিসেম্বর ২০১৬
ঢাকার যানজট নিরসনে নতুন প্রকল্প নিলেও তা আলোর মুখ দেখছে না। যানজট নিরসনে রাজধানীর সাতরাস্তা থেকে গাজীপুর পর্যন্ত সড়কে ইউলুপ করার কথা থাকলেও, প্রস্তাবের পর্যায়েই থমকে আছে প্রকল্প। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় কতদিনের মধ্যে এ’ প্রকল্প আলোর মুখ দেখবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে, ইউলুুপ করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেনা কেউই। নষ্ট হচ্ছে কর্মঘন্টা, সেই সাথে বাড়ছে জ্বালানি খরচ। মোটাদাগে দেশের অর্থনীতিতেও বিরুপ প্রভাব ফেলছে যানজট।
৩৬০ বর্গকিলোমিটারের ঢাকা শহরের ২৫ শতাংশ রাস্তা থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৮ শতাংশ। অবৈধ দখলদার, যত্রতত্র গাড়ি পার্কিংসহ বিভিন্ন কারণে সেটিও বাস্তবে নেই। প্রকৃতপক্ষে কাজে লাগছে মাত্র ২ থেকে ৩ শতাংশ।
তবে, সাম্প্রতিক সময়ে ইউলুপ নির্মাণ করায় কয়েকটি সড়কের যানজট কিছুটা কমেছে। সাময়িক স্বস্তি পেয়েছেন নগরবাসী। এভাবে আরো ইউলুপ তৈরি করা হলে যানজট কিছুটা কমবে বলে মনে করছেন অনেকেই।
তবে, ইউলুপ নির্মাণের পাশাপাশি আরো কিছু পরামর্শ রয়েছে বিষেজ্ঞদের।
যানজট কমাতে ২২টি ইউলুপ নির্মাণে উত্তর সিটির প্রকল্প আটকে আছে বেশ কিছুদিন। তবে মেয়রের দাবি, সব অনুষ্ঠানিকতা প্রায় শেষ, শিগগিরই শুরু করা হবে ইউলুপ তৈরীর কাজ।
আধুনিক নগরায়নের জন্য নগর উন্নয়নবিদদের নিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার দাবি রাজধানীবাসীর।
আরও পড়ুন