সিলেটে ফানুস উড়িয়ে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত : ০৯:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৬
সিলেটে সুরমা নদীর উপরে ফানুস উড়িয়ে বিজয় দিবস উদযাপন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজিরবাজার সেতুর উপরে লাল-সবুজ রঙের ৪শ’ ফানুস উড়িয়ে বিজয় দিবস উদযাপন করে নানা বয়সী মানুষ। ফানুস উড়ানোর পর সুরমার বুকে আতশবাজি ফোটানো হয়। এ’ সময় বর্ণিল হয়ে উঠে সেতুসহ নদীর দুই তীর। এছাড়া, ট্রাকে করে স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশন করেন শিল্পীরা। সামাজিক সংগঠন বিজয় বাংলার উদ্যোগে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন










