ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

সাতক্ষীরায় অপহৃত কলেজ ছাত্র গৌতম মণ্ডলের মরদেহ উদ্ধার, আটক ২

প্রকাশিত : ১৪:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

অপহরণের চারদিন পর সাতক্ষীরায় কলেজ ছাত্র গৌতম মণ্ডলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ’ ঘটনায় আটক ২ জনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। গৌতমের বাবা ইউনিয়ন পরিষদের সদস্য গণেশ মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যায় গৌতমকে দুর্বৃত্তরা ফোনে ডেকে নেয়। পরে রাতে ফোনে দশ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ’ঘটনায় তিনি থানায় জিডি করলে পুলিশ ভাড়–খালী গ্রামের নাজমুল হাসানকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ি সকালে বাড়ীর পাশের একটি পুকুর থেকে গৌতমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ’ ঘটনায় আরো ৪ জনকে আটক করেছে। পারিবারিক শত্র“তার জেরে এ’ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত রেজাউল শেখ ও নূর ইসলামের বাড়ীতে আগুন ধরিয়ে দেয়। এ’ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি