ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৪:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে আজো রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। শনিবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এ’সব নৌকা ফেরত পাঠানো হয়। নৌকাগুলোতে অন্তত আড়াইশো রোহিঙ্গা ছিল বলে ধারনা করছে বিজিবি। টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবি নৌকাগুলোকে মিয়ানমারে ফেরত পাঠায়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কড়া নজরদারি রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি