ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আশা করছে বিএনপি

প্রকাশিত : ১৫:২৭, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন বলে আশা করছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ’কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন কমিশন সরকারের স্বার্থরক্ষায় ভূমিকা পালন করলে তা প্রতিহত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করবে। এতে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ ১৩ দফা নিয়ে আলোচনা হবে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি