ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

রাজধানীতে জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একই পরিবারের ৩জন

প্রকাশিত : ১৫:২৭, ১৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর খিলক্ষেতে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হয়েছে। শৃুক্রবার সকালে খিলক্ষেতের ডুমনি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের পরিবারের সদস্যরা জানান, হামিদুর রহমান নামে একব্যক্তি জোর করে তাদের জমির ওপর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ নেয়ার সময় কথা কাটাকাটি হয়। এ’সময় হামিদুর রহমান সহ কয়েকজন তাদের উপর গুলি চালায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এক সন্ত্রাসীকে গাড়ি, অস্ত্র এবং গুলিসহ আটক করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি