যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে ২৪ ঘণ্টা পার হতে চললেও শহর ছাড়তে পারেনি নাগরিকরা
প্রকাশিত : ১১:৩৩, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৩৩, ১৮ ডিসেম্বর ২০১৬
সিরিয়ার আলেপ্পোতে নতুন যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে ২৪ ঘণ্টা পার হতে চললেও শহর ছাড়তে পারেনি বিদ্রোহীসহ হাজার হাজার বেসামরিক নাগরিক।
বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, শনিবার বিকেল থেকে আলেপ্পোর রাস্তায় বাসের অপেক্ষায় রয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। তীব্র শীত আর খাবার সংকটের সঙ্গে যুক্ত হয়েছে শহর ছাড়তে না পারার শংকা। যদিও সরকারি বাহিনী বলছে, শহরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে এরইমধ্যে রওয়ানা হয়েছে বাসগুলো। ৫ দিনের ব্যবধানে দুই বার ভেস্তে যাওয়ার পর শনিবার কার্যকর হয় নতুন যুদ্ধবিরতি চুক্তি। এরআগে প্রথম দফায় বিদ্রোহীসহ প্রায় ৬ হাজার মানুষ আলেপ্পো ছাড়ার সুযোগ পেয়েছে। এদিকে আলেপ্পো ইস্যুতে ফ্রান্সের প্রস্তাবনার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি আজ।
আরও পড়ুন










