৪৫ বছরে অনেক সূচকেই পাকিস্তনকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ
প্রকাশিত : ১২:১৩, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৩, ১৮ ডিসেম্বর ২০১৬
৪৫ বছরে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। অনেক সূচকেই পেছনে ফেলে দিয়েছে পাকিস্তনকে। অর্থনৈতিক, সামাজিকসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এখন পাকিস্থানের চেয়ে এগিয়ে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনই আত্মতুষ্টির সুযোগ নেই। কারণ এটি সূচনামাত্র। যেতে হবে আরো অনেক দূর।
১৯৭১। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ। পাকিস্তানী বাহিনীর ধবংসযজ্ঞের ক্ষত সারা দেশজুড়ে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভঙ্গুর অর্থনীতি দিয়ে টিকে থাকতে পারবে কিনা;-এনিয়ে সন্দেহ পশ্চিমা বিশ্বের। সেই পশ্চিমা পণ্ডিতরাই এখন বাংলাদেশের অর্জন ও অগ্রগতির স্বীকৃতি দিচ্ছেন। শুধু তাই নয়, প্রবৃদ্ধি, মানবসম্পদ, লিঙ্গ বৈষম্য, কান্ট্রি ব্রান্ড ভ্যালু, উদ্ভাবন, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অনেক সূচকেই আন্তর্জাতিক সংস্থাগুলো পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখছে বাংলাদেশকে। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন আর অগ্রগতিতে বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত।
ইউএনডিপির মানবসম্পদ উন্নয়ন সূচক
বাংলাদেশ ১৪২তম
পাকিস্তান ১৪৭তম
বিশ্ব অর্থনৈতিক সংস্থার লিঙ্গ বৈষম্য সূচক
বাংলাদেশ ৭২তম
পাকিস্তান ১৪৩তম
ব্রান্ড ফাইন্যান্সের কান্ট্রি ব্রান্ড ভ্যালু
বাংলাদেশ ১৭ হাজার কোটি ডলার
পাকিস্তান ১২ হাজার ৮শ’ কোটি ডলার
বিশ্ব অর্থনৈতিক সংস্থার মানব পুঁজি সূচক
বাংলাদেশ ১০৪তম
পাকিস্তান ১১৮তম
বিশ্ব মেধাসত্ত্ব সংস্থার উদ্ভাবন সূচক
বাংলাদেশ ১১৭তম
পাকিস্তান ১১৯তম
অর্থনৈতিক অগ্রগতির বেশ কয়েকটি সূচকেও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্জন বিস্ময়কর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর জিডিপি প্রবৃদ্ধিতেও এগিয়ে বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন, এই এগিয়ে যাওয়া এক ধরনের রাজনৈতিক সার্থকতা। তবে বাংলাদেশের লক্ষ্য হতে হবে উন্নত বিশ্ব।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বাংলাদেশ পাকিস্তান
৩ হাজার ২শ’ কোটি ডলার ২ হাজার ৩শ’ কোটি ডলার
জিডিপি প্রবৃদ্ধি
বাংলাদেশ পাকিস্তান
৭.১১ শতাংশ ৪.৭১ শতাংশ
গেল ৪৫ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বেড়েছে প্রায় ৩৫ গুণ। আর বাজেটের আকার বেড়েছে প্রায় সাড়ে ৪শ গুণ। আর দেড় হাজার ডলার ছুঁইছুঁই করছে মাথাপিছু আয়।
৪৫ বছরে জিডিপি’র বৃদ্ধি
১৯৭১ ৬শ’ কোটি ২৯ লাখ ডলার
২০১৬ ২২ হাজার ১শ’ কোটি ডলার
মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি
১৯৭১ ১২৯ ডলার
২০১৬ ১,৪৬৬ ডলার
জাতীয় বাজেটের আকার
১৯৭১ ৭৮৬ কোটি টাকা
২০১৬ ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা
৪৫ বছর বয়সী বাংলাদেশ বড় ধরণের অগ্রগতি অর্জন করেছে শিক্ষা, যোগাযোগ, অবকাঠামোসহ কৃষিখাতেও।
আরও পড়ুন