ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

আর্থিক স্বচ্ছলতার সন্ধানে কিংবা রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বব্যাপী বাড়ছে অভিবাসীর সংখ্যা

প্রকাশিত : ১২:১৭, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৭, ১৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আর্থিক স্বচ্ছলতার সন্ধানে কিংবা রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বব্যাপী বাড়ছে অভিবাসীর সংখ্যা। চলতি বছর বাংলাদেশী অভিবাসীও বেড়েছে আগের বছরের তুলনায় ৩০ ভাগের বেশী। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বাইরে স্থায়ী হবার জন্য কারিগরী দক্ষতা অর্জনের পাশাপশি ঢেলে সাজানো প্রয়োজন দেশের শিক্ষা ব্যবস্থাকে। একইসাথে নতুন শ্রমবাজার খোঁজার পরামর্শও তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের তথ্য মতে,  গত ১০ বছরে বিদেশ গেছেন ৬০ লাখেরও বেশী বাংলাদেশি।  আর ফিরে এসেছেন ৫  লাখেরও বেশী। জনশক্তি, কর্মসংস্থান ও  প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, ১৯৭৬ থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ১ কোটিরও বেশী মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ঘুরে ফিরে নিদৃষ্ট শ্রমবাজারকে কেন্দ্র করেই মানুষ দেশের বাইরে যাচ্ছেন; ফলে কাজের ক্ষেত্র কমে যাচ্ছে । এক্ষেত্রে নতুন শ্রমবাজার খোঁজার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেয়ার পরামর্শও দিয়েছেন তারা। দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো বেশী কর্মমূখী করার পরামর্শ জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, দক্ষ জনশক্তি হিসেবেই অভিবাসীদের বিদেশে স্থায়ী হওয়া উচিত। অভিবাসন প্রত্যাশীদের প্রযুক্তি নির্ভর খাতগুলোতে বেশী মনোযোগী হবারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি