ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

ড্যারেন অ্যান্থনি কার্টারের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:১০, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১০, ১৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ড্যারেন অ্যান্থনি কার্টার ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। বর্তমানে ফরেস্ট গ্রীন রোভার্স ক্লাবে খেলছেন এই মিডফিল্ডার। ১৯৮৩ সালে আজকের এই দিনে ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডস শহরে। পুরো নাম ড্যারেন অ্যান্থনি কার্টার। দর্শক ও সহকর্মীরা কার্টার নাম্ধেসঢ়; ডাকে। তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু হয় বার্মিহাম সিটি ক্লাবের জার্সিতে। এই ক্লাবে যুবক্যারিয়ারে খেলেন ১৯৯৮ থেকে ২০০১ সালে। যুব ক্যারিয়ারে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে সুযোগ পেয়েছেন বয়সভিত্তিক দলে। ২০০১ সালে নতুন করে বয়সভিত্তিক দলে খেলেন বার্মিংহাম সিটিতে। এই ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন চার মৌসুম। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন সান্ডারল্যান্ডে। এরপর দুই মৌসুমের জন্য যোগদেন ওয়েস্ট ব্রমউইচ আলবিওনে। এরপর খেলৈন পেস্টন নর্থ ইন্ড ক্লাবে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়েরের সব চেয়ে বেশি ম্যাচ। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০১০ সালে ধাওে খেলেন মিলওয়াল ক্লাবে। এছাড়া খেলেছেন চেলটেনহাম টাউন, নর্দাম্পটন টাউন ক্লাবে। আর ২০১৫ সাল থেকে খেলে যাচ্ছেন ফরেস্ট গ্রীন রোভাসের হয়ে। কার্টারের খেলা শুরু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না। খেলেছেন জাতীয় পর্যায়েও খেলেন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ ও ২১ দলে। তবে, ইংল্যান্ডের মূল দলের হয়ে এখনো খেলা হয়নি কার্টারের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি