ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আগামী বছর বিদেশে কর্মসংস্থানের সুযোগ হবে সাড়ে ৮ লাখ মানুষের

প্রকাশিত : ১৮:২৭, ১৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২৭, ১৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন উপজেলায় স্থাপিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে বছরে ৫ লাখ দক্ষ জনশক্তি তৈরি হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি আরো বলেন, আগামী বছর সাড়ে ৮ লাখ মানুষের বিদেশে কর্মসংস্থানের সুযোগ হবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ধরণের অবদান রাখছেন প্রবাসী শ্রমিকরা। প্রতি বছর রেমিটেন্স আসছে প্রায় ১৫ বিলিয়ন ডলার। এমন বাস্তবতায় দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসন দিবস। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী শোনান তাদের সফলতার গল্প। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অসাধু জনশক্তি রফতানিকারক চক্রের ফাঁদে পড়ে কেউ যাতে সর্বশান্ত না হয়, সেদিকে নজরদারি বাড়াতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের প্রায় এক কোটি কর্মী কর্মরত। তাদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে ২০১৪ সালের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত এক বছরে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য ১২ জনকে ‘সিআইপি’ পদক দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি