ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জর্ডানে বন্দুকযুদ্ধে নিহত ৪ হামলাকারী

প্রকাশিত : ০৯:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জর্ডানে পর্যটক ও পুলিশের ওপর হামলাকারী চারজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী। পুলিশ জানিয়েছে, জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর কারাকে পুলিশের একটি টহলদলের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। দুপক্ষের গোলাগুলিশে চার পুলিশ ও এক কানাডিয়ান পর্যটকসহ ১০জন নিহত হয়। এক পর্যায়ে বন্দুকধারীরা একটি দূর্গে আশ্রয় নেয়। পুলিশও দূর্গটি ঘিরে রাখে। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার হামলাকারী নিহত হয়। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি