ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

আলেপ্পো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে

প্রকাশিত : ০৯:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শেষ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত আলেপ্পো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের নতুন চুক্তির অংশ হিসেবে তাদেরকে সরিয়ে নেয়া হচ্ছে। বাস ও অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদেরকে সরকার নিয়ন্ত্রিত এলাকায় আনা হচ্ছে। এরই মধ্যে আড়াইশ’রও বেশি বেসামরিক লোককে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। অপেক্ষমান রয়েছে আরো প্রায় সহ¯্রাধিক মানুষ। গেল বৃহস্পতিবার আলেপ্পো থেকে বেসামরিক নাগরিক ও বিদ্রোহীদের সরিয়ে নেওয়ার সুযোগ বাতিল করে সিরীয় সরকার।  ২০১২ সাল  থেকেই পূর্ব আলেপ্পো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। সম্প্রতি সরকারি বাহিনী আলেপ্পোর বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ নিলে বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়ে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি