ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

এসপানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

প্রকাশিত : ০৯:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

লা লিগায় সুয়ারেজের জোড়া গোলে এসপানিওলকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে বার্সা। ১৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় কাতালানরা।  ৬৭ মিনিটে আবারো গোল করে বার্সা সমর্থকদের আনন্দে ভাসান এই উরুগুইয়ান স্ট্রাইকার। এর ১ মিনিট পরেই দলের তৃতীয় গোলটি করেন ডিফেন্ডার জর্ডি আলবা। ৭৯ মিনিটে এসপানিওলের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড লোপেজ। আর ৯০ মিনিটে মেসির গোলে বড় জয়েই ম্যাচ শেষ করে বার্সা। এই জয়ে ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি