এভারটনকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল
প্রকাশিত : ১৩:১৪, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৪, ২০ ডিসেম্বর ২০১৬
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে উঠে এলো শিরোপা প্রত্যাশি লিভারপুল।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় শুরু থেকেই সমান তালে খেলতে থাকে দুদল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় এভারটন। নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড সাদিও মান গোল করলে ১-০তে জয় নিশ্চিত হয় লিভারপুলের। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে লিভারপুল। আর এভারটন রয়েছে টেবিলের ৯ নম্বরে।
আরও পড়ুন










