ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জার্মানীর মার্কেটে হামলায় নিহত ১২

প্রকাশিত : ১৭:৩৯, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩৯, ২০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জার্মানীর রাজধানী বার্লিনে একটি মার্কেটে হামলায় ১২ জন নিহত হয়েছে। এক ব্যক্তি একটি লরি নিয়ে তীব্র গতিতে মার্কেটে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এটি সন্ত্রাসী হামলা কি-না, তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ক্রিসমাসে উৎসবের মৌসুমে বার্লিনে এই ঘটনায় জার্মানীতে নেমে এসেছে শোকের ছায়া। জার্মান চ্যান্সেলর অঙ্গেলা মার্কেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলন করে তদন্তের সর্বশেষ তথ‌্য তুলে ধরা হবে জানিয়েছেন মেয়র। স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৮টা। জার্মানীর রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে তখন কেনাকাটায় ব্যস্ত উৎসবমুখর মানুষ। আচমকা সেখানে তীব্র গতিতে ঢুকে পড়ে একটি লরি। মুহুর্তেই প্রাণ হারায় ১২ জন। আহত হয় অর্ধশত ব্যক্তি। পরে ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার দূরে ভিক্টোরি মনুমেন্টের কাছ থেকে ঘাতক চালককে আটক করে পুলিশ। এ’সময় তার সঙ্গী নিহত হয়। হামলায় ব্যবহৃত লরির মালিক পোলিশ নাগরিক। পুলিশ বলছে, লরিটি চালকের কাছ থেকে ছিনতাই হয়ে থাকতে পারে। এ’ ব্যাপারে তদন্ত চলছে। জার্মানীর চ্যান্সেলর অঙ্গেলা মার্কেল এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি