সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাও
প্রকাশিত : ১৩:১৩, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১৩, ২০ ডিসেম্বর ২০১৬
স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাও।
শীর্ষে উঠার লড়াইয়ে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি কোন দলই। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো আসপাস গোল করলে ১-০তে লিড পায় সেল্টা ভিগো। তবে লিড ধরে রাখতে পারেনি তারা। ৮২ মিনিটে বিলবাওয়ের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড আদুরিজ জুবেলদিয়া। আর খেলার শেষ সময়ে জয়ের গোলটি করেন ডিফেন্ডার সান জোস।
আরও পড়ুন










