ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটেও জয়ী

প্রকাশিত : ১৫:১১, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১১, ২০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইলেকটোরাল কলেজ ভোটেও জয়ী হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেকটোরাল কলেজ ভোটে  ট্রাম্পের রিপাবলিকান পার্টি জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করেছে। এক প্রতিক্রিয়ায় ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করার জন্য আহ্বান জানান। তিনি সব মার্কিনের প্রেসিডেন্ট হবেন বলে আশ্বস্ত করেন। ট্রাম্পকে সমর্থন না দিতে ইলেকটরদের একের পর এক ই–মেইল পাঠানো হয়েছিল এবং ফোন করা হয়েছিল। দুজন ইলেকটর ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে বিশেষ যৌথ অধিবেশনে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি