ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

আশুলিয়ার শ্রমিকদের বিক্ষোভ, ৩৫টি কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশিত : ১৫:১০, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১০, ২০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছে শ্রমিকরা। ৩৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। শিল্প পুলিশ মঙ্গলবার জানায় সকালে ওই পোশাক কারখানা গুলোতে কয়েক হাজার শ্রমিক প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করে। এসময় মালিকপক্ষ সংঘর্ষের আশঙ্কায় কারখানা ছুটি ঘোষনা করেন। এদিকে, গতকাল শ্রমিক-মালিকদের সাথে বৈঠকে সমঝোতা হলেও আজ টানা অষ্টম দিনের মত কারখানাগুলোতে কাজ বন্ধ আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানা গুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি