ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

নব্য জেএমবি সদস্যদের আশ্রয়দাতা সন্দেহে আটক ২

প্রকাশিত : ১৫:২৪, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৩, ২০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গি সংগঠন নব্য জেএমবির নতুন সদস্যদের আশ্রয়দাতা সন্দেহে আতিক ও খাদেম নামে দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা চলতি বছরের শুরুর দিকে জঙ্গি কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয় বলে র‌্যাব জানিয়েছে। তাদের সঙ্গে জঙ্গিবিরোধী অভিযানে নিহত নব্য জেএমবির কথিত আমীর সারোয়ার জাহানের যোগাযোগ ছিল বলে প্রেস ব্রিফিংয়ে দাবি করেছে র‌্যাব। ইন্টারনেট প্রচারণা আর কারাবন্দি জঙ্গি নেতা জসিমউদ্দিন রাহমানির বক্তব্যে অনুপ্রাণিত হয়ে নব্য জেএমবির কর্মকান্ডে জড়িয়ে পড়ে নীলফামারীর আতিকুল ইসলাম মিলন ও বরিশালের খাদেমুল ইসলাম। নব্য জেএমবির নতুন সদস্যদের আশ্রয় দেয়া, জিহাদী বই সরবরাহ আর অর্থ বিতরণের দায়িত্ব ছিল এই জঙ্গিদের। সোমবার গভীর রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে এ’ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন, র‌্যাবের এই কর্মকর্তা। সাভারে জঙ্গি বিরোধী অভিযানে নিহত নব্য জেএমবির কথিত আমীর সারোয়ার জাহানের সাথে গ্রেপ্তারকৃত জঙ্গিদের যোগাযোগ ছিল বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি