খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নারায়ণগঞ্জে প্রচারণায় অংশ নিতে দেয়া হয়নি অভযোগ বিএনপির
প্রকাশিত : ১৫:৫৫, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ২০ ডিসেম্বর ২০১৬
বহিরাগতদের নির্বাচনের ৭২ ঘন্টা আগে নারায়ণগঞ্জ ত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নারায়ণগঞ্জে প্রচারণায় অংশ নিতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও তার সুস্পষ্ট ইঙ্গিত শুরু হয়েছে। ভোটারদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
আরও পড়ুন










