ড্যারেন স্যামির জন্মদিন আজ
প্রকাশিত : ১৭:৪৭, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২০ ডিসেম্বর ২০১৬
ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার। তাঁর নেতৃত্বিতে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮৫ সালের আজকের দিনে সেন্ট লুসিয়ায় জন্ম গ্রহণ করেন তিনি।
পুরো নাম ড্যারেন জুলিয়াস গার্ভে স্যামি। তবে সবার কাছে স্যামি নামেই বেশী পরিচিত। ডানহাতী ব্যাটসম্যান ও মিডিয়াম পেস বোলার ড্যারেন স্যামির ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অবিষেক হয়। এর তিন বছর পর ইংল্যান্ডের বিপক্ষে হয় টেস্ট ক্রিকেটে।
ড্যারেন স্যামির নেতৃত্বে ২০১২ ও ২০১৬ সালে আইসিসি ওয়ার্ল্ড টি-টুয়েন্টির শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতার পর এটিই ওয়েস্ট ইন্ডিজের বড় শিরোপা। ২০১০ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম অধিনায়কের দায়িত্ব পান ড্যানে স্যামি।
ড্যারেন স্যামি তার ক্যারিয়ারে ৩৮টি টেস্টে ১টি শতক ও ৫টি অর্ধশতকে ১ হাজার ৩শ ২৩ রান করার পাশাপাশি ৮৪টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৬৬ রানে ৭ উইকেট। এবং ১২৬টি ওয়ানডেতে ৯টি হাফ সেঞ্চুরিতে ১হাজার ৮শ ৭১ রান করার পাশাপাশি ৮১টি উইকেট নিয়েছেন এ তারকা অলরাউন্ডার।
ড্যারেন স্যামি জাতীয় দলের পাশাপাশি সেন্ট লুসিয়ার হয়ে মাঠ মাতাচ্ছেন। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও আইপিএলে নিয়মিতই খেলছেন স্যামি।
আরও পড়ুন