সাভারের অর্ধশত পোশাক কারখানায় ৮ দিনের মতো কর্মবিরতি পালন
প্রকাশিত : ১৮:৫২, ২০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫২, ২০ ডিসেম্বর ২০১৬
ন্যুণতম মজুরির দাবিতে সাভারের বাইপাইল ও জামগড়ার অর্ধশত পোশাক কারখানায় অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এদিকে, সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ শ্রমিক। এদিকে, আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়ে অবিলম্বে কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশত তৈরি পোশাক কারখানায় চলছে লাগাতার কর্মবিরতি। সোমবার বাণিজ্য, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে মালিক শ্রমিকদের বৈঠকে সমঝোতা হলেও, মঙ্গলবার সকাল থেকেই আবার শুরু হয় বিক্ষোভ।
তবে, বৈঠকে শ্রমিকদের দাবির বিষয়টি সঠিকভাবে উঠে আসেনি বলে জানান শ্রমিকরা।
সমস্যা সমাধানে মালিকপক্ষ স্পষ্ট কোন বক্তব্য দেয়নি।
এদিকে, সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের কাজে ফিরে যাবার আহবান জানান শ্রম প্রতিমন্ত্রী।
কারাখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন